About Us

আমি
About Us:নাম শামীম। সোজা পথে চলতে পছন্দ করি। লেখালেখির একটা ঝোঁক আগে থেকেই ছিল। যেহেতু টেকনোলজির যুগ, তাই এই প্ল্যাটফর্মটা বেছে নেয়া। একসময় ব্লগস্পটে ব্লগিং করতাম। পরে ব্যস্ততায় ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। টেকটিউনসে লিখেছিলাম কিছুদিন। তারপর আবার ডুব। দীর্ঘদিন দূরে ছিলাম ব্লগিং থেকে। কিন্তু শখটা মরে যায় নি।
শখের বশেই তাই আবার শুরু করা। তবে এবার থামবো না। যতদিন বেঁচে আছি, ব্লগিং চলবে। যাতে আবার ডুব না দেই তাই সাথে থাকছে প্রানোচ্ছল একটা টিম। আসুন সবার সাথে পরিচিত হই।
আমরা
About Usনাহিদা সুলতানা সুমা। ক্রিয়েটিভ অ্যানালিস্ট। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট এ এমবিএ করেছেন। পেশা জীবনে শিক্ষকতা ছিল তার পছন্দের। এখন পাক্কা গৃহিনী। শখের বশে বিভিন্ন হস্তশিল্পের কাজ শুরু করেন পরবর্তীতে সেটাই তার প্যাশন হয়ে দাঁড়ায়।
প্যাশনকে হাল-ফ্যাশনের সাথে সমন্বয় করতে গিয়েই টেক দুনিয়ায় তার আগমন। ছাত্রজীবনে শেখা ডিজাইনিং কোর্সের উপর হাত ঝালাই করতে গিয়ে ক্রিয়েটিভিটির প্রেমে পড়ে যান। আমাদের ডাকে সাড়া দিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করতে এসেছেন হিডেন ট্যাবলেটের টিউটোরিয়াল সেকশনে। সেই সাথে পুরো সাইটের ক্রিয়েটিভ অ্যানালাইসিসের গুরুদায়িত্বও তুলে নিয়েছেন নিজের কাঁধে।

এছাড়াও আরও অনেকেই রয়েছেন এখনও পর্দার অন্তরালে। কেউ আইডিয়া দিচ্ছেন। কেউ দেখছেন ওয়েবসাইটটির টেকনিক্যাল বিষয়গুলো। আবার কেউ বা রয়েছেন দাপ্তরিক বিভিন্ন কাজের দায়িত্বে। পাঠকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন সময়ে তাদেরকে সামনে নিয়ে এসে পরিচয় করিয়ে দেয়া হবে। এমনকী যেসব পাঠক ‘দ্য হিডেন ট্যাবলেট’ এ নিয়মিত কন্ট্রিবিউট করবেন, তারাও থাকবেন সেই তালিকায়।
Zoom Meeting App – কি, কেন, কিভাবে?
Zoom Meeting App একটি অ্যান্ড্রয়েড মিটিং অ্যাপ্লিকেশন। এর মাধ্যমে ঘরে...
আরও পড়তে ক্লিক করুনPhotography – নবীশদের জন্য মৌলিক টিপস
Photography – কোথায় ও কখন শুরু? ইতিহাসের জ্ঞান যেহেতু দিতে...
আরও পড়তে ক্লিক করুনSamsung A20s – একটি পক্ষপাতহীন রিভিউ
Samsung A20s ২০১৯ সালের ২৩শে সেপ্টেম্বর আত্মপ্রকাশ করা কোরিয়ান টেক...
আরও পড়তে ক্লিক করুন