এখানে আমি দেখাব কিভাবে পিএইচপি মাইএসকিউএল এ ইউজার রেজিস্ট্রেশান করতে হয়। যেমন ফেসবুক, গুগল এ করা হয়। যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব নাম পিএইচপি (হাইপারটেক্সট প্রি-প্রসেসর) এবং ডাটাবেস।
প্রথমে আমাদের “XAMPP সফটওয়্যার ফর পিসি” ডাউনলোড করতে হবে এবং সি ড্রাইভে ইন্সটল করতে হবে । তারপর XAMPP কন্ট্রোল প্যানেল ওপেন করতে হবে এবং অ্যাপাচি এবং মাইএসকিউএল স্টার্ট করতে হবে । তারপর আপনার ব্রাউজার ওপেন করুন এবং অ্যাড্রেস বার এ লিখুন http://localhost/crud/। এখন আপনার XAMPP ইন্সটলেশন ফোল্ডার এর ভিতর htdocs নামে আরেকটি ফোল্ডার খুলুন এবং একটা নতুন ফোল্ডার ওপেন করুন যে কোন নামে। ভালভাবে বোঝার জন্য নিচের ভিডিওটা দেখুন ।
For source code: https://docs.google.com/document/d/16kE4Kr93PGvKD8GSZcCnsgVtqsCCw4_CqPZUuT8mIEA/edit?usp=sharing